ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ৪:১৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ‘নিষিদ্ধ’ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুলহাস উদ্দিন টিপু (৩২) ও জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী (২৬)।

ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন।

তিনি জানান ‘ ডেভিল হান্ট অপারেশন অব্যাহত আছে, গ্রেফতারকৃতরা উখিয়া থানায় দায়ের হওয়া মামলার আসামী। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণে করা হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটি, বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে ইমদাদ হোসেন (৪৭) নামের এক বিএনপির নেতাকে হত্যার ...