উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ৮:০৮ এএম , আপডেট: ২৮/০৯/২০২৪ ৮:০৮ এএম

কক্সবাজারের উখিয়া কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি এ কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও ইতিপূর্বে অভিজ্ঞ শাহজাহান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কলেজের এডহক কমিটিতে শাহজাহান চৌধুরীর নাম ঘোষনা করা হয়। যার স্বারক নম্বর হচ্ছে ৩১৪৭ তাং ২৪/৯/২০২৪। উখিয়া কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
কলেজ কর্তৃপক্ষ আরো জানান, ৩ সদস্য বিশিষ্ট গভর্নিং বডির এডহক কমিটিতে অপর ২ জন হচ্ছেন প্রফেসর ডক্টর মোক্তার আহমদ সদস্য এবং সদস্য সচিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম।

পাঠকের মতামত

এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?

উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...