প্রকাশিত: ২৮/০৬/২০১৮ ৬:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৫ এএম

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫৫০০পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা শাখা।

গ্রেফতারকৃতরা হলো, টেকনাফ উপজেলার ৯নং ওয়ার্ডে র নয়াপাড়া এলাকার মোজাহের মিয়ার ছেলে মো: নুর ও একই এলাকার আবুল কালামের ছেলে আবদুল খালেক।

গতকাল বুধবার (২৭ জুন) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা শাখার পরিচালক শওকত ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...