প্রকাশিত: ১২/০৫/২০১৯ ১০:২১ পিএম

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকা থেকে ১ হাজার ৯৮০টি ইয়াবাসহ সিরাজুল ইসলাম ইমরান (২৪) নামে এক এনজিওকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ইমরান টেকনাফ থানার হ্নীলা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সিআইসি নামের এনজিও সংস্থার অফিস গার্ড হিসেবে কাজ করছেন।
শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঈদ উপলক্ষে আর্থিক ব্যয় নির্বাহের জন্য কক্সবাজার থেকে উক্ত ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল সিরাজ। এসব ইয়াবা ঢাকায় নিয়ে যেতে পারলে তাকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

তিনি বলেন, লাভের আশায় লোভে পড়ে এই ধরনের কাজে জড়িয়ে পড়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ জানিয়েছে। এর আগে একাধিকবার কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ইয়াবা পাচার করেছিলেন বলেও সিরাজ জানান।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...