প্রকাশিত: ১৯/০৫/২০১৭ ৮:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক :: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্বের অন্যতম কারণ অন্তত সাড়ে ৫০০ কোটি টাকা খরচ নিয়ে দুজনের ভিন্ন মত। জাকাত, ইফতার, সামাজিক দায়বদ্ধতা তহবিলসহ বিভিন্নখাতের এই অর্থ আগে এককভাবে জামায়াতে ইসলামীর রাজনৈতিক বিবেচনায় খরচ করা হতো। এখন তা স্বচ্ছতার সাথে রাষ্ট্রের অনুকূলে খরচের পক্ষে প্রস্তাব আসায় ব্যাংকের দুই শীর্ষ পদে দেখা দেয় দ্বন্দ্ব।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ২০ জনের মধ্যে মাত্র ৪ জনকে নিয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান আরস্ত খান। দাবি করেন ভাইস-চেয়ারম্যান আহসানুল আলম বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিনে গণমাধ্যমে। এর মাধ্যমে প্রকাশ্যে আসে ব্যাংকটির -চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দ্বন্ধের বিষয়টি।

ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজ দেশের বাইরে আছেন বলে সংবাদ সম্মেলনে জানান চেয়ারম্যান। তবে ভাইস চেয়ারম্যান বলছেন, তিনি দেশেই আছেন, সংবাদ সম্মলেন না যাওয়ার কারনও জানান তিনি।

অভিযোগ ওঠেছে , গত ১৩ মে ইসলামী ব্যাংকের ২৪৪ তম বোর্ডসভায় যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় তা সিদ্ধান্ত মানছেন না ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হামিদ মিঞা আর চেয়ারম্যান। ওই সভায় যাকাত ফান্ডের প্রায় ৭০ কোটি টাকার ৮০ ভাগ অর্থ প্রধানমন্ত্রীর যাকাত ফান্ডের মাধ্যমে খরচ করা, আসন্ন রমজানে ইফতারের ১৩ কোটি টাকা ব্যাংকের বিভিন্ন শাখায় খরচ না করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে বিতরণসহ, হ্যাকিং এর মাধ্যমে ব্যাংকে ১৫ হাজার কোটি টাকা পাচারের যে গুজব ছড়িয়ে পড়েছে তা খতিয়ে দেখাসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। ওই সভায় উপস্থিত থাকলেও চেয়ারম্যান আরস্তু খান বলছেন এসব সিদ্ধান্ত হয়নি।

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব প্রকাশ্য হলেও ব্যাংকটির বিভিন্ন তহবিল আগের মতো জামায়াতী কর্মকান্ডে খরচের বিপক্ষে মত দিয়েছেন বেশিরভাগ পরিচালক।

পাঠকের মতামত

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের ...

মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো

মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করছে। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে পর্যবেক্ষক ...

পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ...