৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের
সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ইয়াবা চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সারা দেশে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ৩৩ হাজার ৪৬৩টি মামলা দায়ের করে ৪৩ হাজার ২১ জন মাদক চোরাকারবারিকে আইনের আওতায় আনা হয়েছে।’
রোববার (১২ জুন) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মো. আমিনুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত থেকে আমাদের দেশে গাঁজা, ফেন্সিডিল, হেরোইন অনুপ্রবেশ করে। ইয়াবা পাচার রোধে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এ পর্যন্ত চারটি বৈঠক হয়েছে।’
পাঠকের মতামত