প্রকাশিত: ২৪/০২/২০১৭ ১১:০৬ এএম

টেকনাফ প্রতিনিধি::

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপ থেকে বিচ্ছিন্ন আরেকটি দ্বীপ যার নাম ছেড়া দ্বীপ। যেখানে রয়েছে অহরহ প্রবাল- শৈবাল, শামুক-ঝিনুক। সেন্ট মার্টিনের চেয়ে পর্যটকরা ছেড়া দ্বীপ ভ্রমণে  বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে দিন দিন অরক্ষিত হয়ে পড়ছে এই ছেড়া দ্বীপ।

ভর মৌসুমে প্রতিদিন ২ হাজারেরও বেশি পর্যটক ছেড়া দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে আসেন; কিন্তু সংরক্ষণের অভাবে দিন দিন এই ছেড়া দ্বীপ অরক্ষিত হয়ে পড়ছে। পর্যটকদের ব্যবহার্য পানির বোতল, খাবারের উচ্ছিষ্টাংশ আবর্জনায় পরিণত হয়ে দ্বীপের সৌন্দর্য নষ্ট হচ্ছে। ছেড়া দ্বীপকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে পরিচ্ছন্ন এবং আবর্জনামুক্ত রাখা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্র জানায়, ছেড়া দ্বীপে কোনো মানুষের বসতি নেই। তবে পর্যটন মৌসুমে দুই একটি পরিবার অস্থায়ীভাবে বসবাস করেন। তারা ছেড়া দ্বীপে দোকান ব্যবসা করেন। আবার তার আড়ালেই প্রবাল-শৈবাল, শামুক-ঝিনুক আহরণ করেন। এদিকে সেন্ট মার্টিনে প্রবাল-শৈবাল, শামুক-ঝিনুক আহরণ নিষিদ্ধ হলেও ছেড়া দ্বীপে অস্থায়ীভাবে বসবাসকারিরা প্রতিনিয়ত এসব আহরণ করে প্রকাশ্যে বিক্রি করছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম জানান, আসলেই সেন্টমার্টিনের জন্য আলাদা একটি নীতিমালা প্রয়োজন। সঠিক নীতিমালা না থাকায় দ্বীপে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বলে তিনি স্বীকার করেন।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...