প্রকাশিত: ২৯/০৯/২০১৬ ১০:১৩ পিএম , আপডেট: ৩০/০৯/২০১৬ ২:৩০ পিএম

img_20160930_143200হাফিজুল ইসলাম চৌধুরী :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলামকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি দিয়ে সিলেট জেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। জারিকৃত একই পত্রে লালমনিরহাটের এডিসি মোঃ দেলোয়ার হোসেনকে কুড়িগ্রামে বদলি করে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলিকৃত কর্মকর্তাগণকে তাঁদের নিজ নিজ অধিক্ষেত্রে সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোহাম্মদ কামরুজ্জামান ২৯ সেপ্টেম্বর এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য-নাইক্ষ্যংছড়ির ইউএনও হিসাবে আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম ২০১৪ সালের এপ্রিলে কুমিল্লা জেলার হোমনা থেকে যোগদান করেন। তিনি বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। শিক্ষাজীবনে তিনি ১৯৯২ সালে চট্টগ্রাম মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৯৫ সালে হাজী মোঃ মহসিন কলেজ থেকে এইচ.এস.সি, ঢাকা কলেজ থেকে ১৯৯৮ সালে বিসিএস ও চট্টগ্রাম কলেজ থেকে ২০০২ সালে এমএসএস সম্পন্ন করেন। নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর থেকে এই পর্যন্ত উপজেলার আমুল পরিবর্তন ঘটিয়ে আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম সর্বমহলের সুনাম অর্জন করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...