আর্ত মানবতার সেবায় সীমান্তের প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা ইউনিয়নের খারাংখালী বিওপি এলাকার মগপাড়া প্রাইমারি স্কুলে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি। এ সময় মোট ২০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এর মধ্যে পুরুষ ৬১ জন, নারী ৮৫ জন এবং শিশু ৫৪ জন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি এবং উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ।
লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,বিজিবি শুধুমাত্র সীমান্ত সুরক্ষার দায়িত্বেই নয়, বরং মানবিক সহায়তার মাধ্যমেও সীমান্ত অঞ্চলের জনগণের পাশে আছে। বিজিবির এসব উদ্যোগ স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বাংলাদেশের সর্বদক্ষিণ সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও বিজিবি “সীমান্তের আস্থার প্রতীক” হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।