বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৩/১০/২০২৪ ৮:৪৭ পিএম

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগের মতো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে গণমিছিল করেছে দ্বীপের মানুষ। একই সময় সম্প্রতি সেন্টমার্টিন নিয়ে গৃহিত সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। অন্যতায় দ্বীপে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

বুধবার বিকাল সেন্টমার্টিন বাজারে ব্যবস্যায়ীদের উদ্যেগে বিশাল আয়োজিত গণমিছিলে সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেন।

গণমিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সৈয়দ আলম, স্থানীয় ব্যবসায়ী মাহবুব আলম, নাসির উদ্দীন, আবদুর রহমান, আলী হায়দার, মাষ্টার আয়াতুল্লাহ খোমেনি, মাষ্টার মাহবুব আলম, মাষ্টার আয়াজ, জিয়াউল হক জিয়া, ইসহাক চৌধুরী, এম এ তাহের শাহীন, আব্দুর রহিম মিয়া প্রমুখ।


এতে বক্তারা বলেন, দ্বীপের পরিবেশেকে রক্ষা করতে হলে সর্বপ্রথম দ্বীপে বসবাসরত মানুষদের আয় রোজগারের ব্যাবস্থা সুনিচ্ছিত করতে হবে। দ্বীপের মানুষের ভাত বন্ধ করে পরিবেশের অনৈতিক ও আত্মঘাতী সিদ্ধান্ত দ্বীপের মানুষ মেনে নিবে না। আগের মতো পর্যটক উন্মুক্ত না রাখলে সকল প্রকার নৌ যান বন্ধসহ দ্বীপে অবরোধ পালন করা হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, সেন্ট মার্টিন কোরাল দ্বীপ। পরিবেশ ঠিক রাখার জন্যই আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিন যেতে পারবেন। এছাড়া নভেম্বর মাসে পর্যটক যেতে পারলেও, কেউ রাতে থাকতে পারবেন না। তবে ফেব্রুয়ারি মাসজুড়ে পরিচ্ছন্নতার কাজ কাজ চলায়, সেসময় কোনো পর্যটক সেখানে যেতে পারবেন না।

পাঠকের মতামত

টেকনাফের কচ্ছপিয়া উপকুল; মালয়েশিয়ায় পাচারের নিরাপদ রুট

টেকনাফের কচ্ছপিয়া উপকুলের বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়ায় মানবপাচারের ঘটনা ঘটছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বঙ্গোপসারের ওই ...

হোটেল-মোটেল থেকে অর্থ সংগ্রহ করে লাইফ গার্ড নিয়োগের নির্দেশ

তহবিল সংকটের কারণে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কার্যক্রম আগামী ...

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...