ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার ...
শফিক আজাদ/ শ.ম.গফুর, উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কুতুপালং বাজারে অবৈধ ভাবে গড়ে তোলা প্রায় ৩শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী সহকারি কমিশনার (ভূমি) একেরাম ছিদ্দিকী জানান, সড়কে যানজট নিরসনে লক্ষ্যে সড়কের পাশের্^ গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে কুতুপালং ক্যাম্প বাজার এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ,আনসারের সহযোগিতায় বোল্ড ড্রোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে বিপূল পরিমাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ মুজিবুর রহমান জানান, বিনা নোটিশে হঠাৎ করে উপজেলা প্রশাসন বোল্ড ড্রোজার দিয়ে ৩শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে। এতে ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাঠকের মতামত