বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে আজ রবিবার দুপুর ১২টা ২৫ মিনিটে, তুমব্রু সীমান্তের ৪১নং পিলারের কাছাকাছি এলাকায়। আহত সদস্যের নাম নায়েক আকতার হোসেন (৩৪ বিজিবি), যিনি রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজু আমতলী বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেন গুরুতরভাবে আহত হন।
বিস্ফোরণে তাঁর ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা মারাত্মকভাবে জখম হয় বলে জানা গেছে। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামু সেনানিবাস সামরিক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত বিজিবি সদস্য সেখানে চিকিৎসাধীন আছেন।
এদিকে সীমান্ত এলাকায় এই ধরনের বিস্ফোরণ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকে বলছেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের চলমান সংঘর্ষ ও অস্থিরতার কারণে সীমান্তে বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে।