প্রকাশিত: ২১/১১/২০১৭ ১০:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৭ এএম

কান শরীরের একটি গুরুত্ত্বপূর্ণ অঙ্গ। তাই কানের যত্ন নেওয়া অতি জরুরি। কান পরিস্কার থেকে শুরু করে যে কোনো কানের সমস্যায় দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে। নিচে এই বিষয়ে আলোচনা করা হলো-

১. যদি আপনার কানের ময়লার রং ধূসর হয়। তাহলেও চিন্তার কোনো কারণ নেই। এমনটা ধুলোর কারণে হতে পারে।

২. কানের ময়লা খয়েরি রংয়ের যদি দেখা যায়, তবে বুঝে নিতে হবে আপনি গত কয়েক দিন ধরে বেশ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এজন্য একটু সময় করে কোথাও ঘুরে আসুন।

৩. আপনি যদি দেখেন আপনার কান থেকে বের করা ময়লায় সামান্য রক্ত আছে। তাহলে বুঝতে হবে আপনার কানের ভিতরে কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে। এটা ওই সমস্যার ইঙ্গিত দেয়। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৪. আপনার কানের ময়লা বের করার সময় যদি দেখা যায়, একটু জল জল ভাব। তাহলে বুঝে নিতে হবে আপনার শরীরে কোনো গুরুতর সমস্যা রয়েছে।

৫. আপনার কানের খৈল যদি দেখেন সাদা রংয়ের, তবে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।

পাঠকের মতামত

একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চাইলে ঘুরে আসুন পাটুয়ারটেক সমুদ্র সৈকত

ইমতিয়াজ মাহমুদ ইমন দেশের ভ্রমণপিপাসু অনেকের প্রথম পছন্দের জায়গা হল কক্সবাজার সমুদ্রসৈকত। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতের ...