প্রকাশিত: ১১/০২/২০১৮ ১২:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা মাসিক আইন-শৃংখলা কমিটির সভা। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: আলী হোসেন মহোদয়, সভার শুরুতে মহান ভাষা আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পর্যটকদের ভ্রমনে যাতে বিঘিœত না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখার পরামর্শ প্রদান করেন। ইউনিয়ন পর্যায়ে আইন-শৃয়খলা পরিস্থিতি সম্পকের্ও খোঁজ-খবর নেন জেলা প্রশাসক মহোদয়। এ ছাড়া তিনি আরও বলেন, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আইন-শৃংখলা রক্ষাকারি বাহীনীর সহযোগীতায় ও সকলের প্রচেষ্টায় অনেকখানি এগিয়ে গেছি। এগুলো একবোরে নির্মুল করতে হলে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। সভায় মাননীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) কাজী মো: আবদুর রহমান, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মককর্তা মোহাম্মদ মাহবুবউল করিম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাজাহান আলী, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জাহিদ হোসেন ছিদ্দিক,মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল কালাম.সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাসরীন বেগম সেতু, একেএম লুৎফর রহমান, ,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট একে এম আহমদ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারী দপ্তর ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...