
উখিয়া নিউজ ডটকম::
জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা মাসিক আইন-শৃংখলা কমিটির সভা। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: আলী হোসেন মহোদয়, সভার শুরুতে মহান ভাষা আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পর্যটকদের ভ্রমনে যাতে বিঘিœত না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখার পরামর্শ প্রদান করেন। ইউনিয়ন পর্যায়ে আইন-শৃয়খলা পরিস্থিতি সম্পকের্ও খোঁজ-খবর নেন জেলা প্রশাসক মহোদয়। এ ছাড়া তিনি আরও বলেন, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আইন-শৃংখলা রক্ষাকারি বাহীনীর সহযোগীতায় ও সকলের প্রচেষ্টায় অনেকখানি এগিয়ে গেছি। এগুলো একবোরে নির্মুল করতে হলে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। সভায় মাননীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) কাজী মো: আবদুর রহমান, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মককর্তা মোহাম্মদ মাহবুবউল করিম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাজাহান আলী, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জাহিদ হোসেন ছিদ্দিক,মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল কালাম.সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাসরীন বেগম সেতু, একেএম লুৎফর রহমান, ,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট একে এম আহমদ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারী দপ্তর ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত