
সমাজে নৈতিকতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে দৈনিক আলোকিত বাংলাদেশ। এর ভিত্তিতে কক্সবাজারের পর্যটনশিল্প, উন্নয়ন, অর্থনীতি ও রাজনীতিকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাবে দৈনিকটি।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় পত্রিকার কক্সবাজার অফিস উদ্বোধনকালে অতিথিরা এসব কথা বলেন।
অতিথিরা বলেন, আলোকিত বাংলাদেশের কাজ হলো নৈতিক সমাজ গড়া। এর আলোকে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দিয়ে পাঠকের আস্থা ধরে রেখেছে দৈনিকটি।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলোকিত বাংলাদেশের বার্তা সম্পাদক মুরশিদুল আলম চৌধুরী।
কক্সবাজার অফিসের প্রধান এএইচ সেলিম উল্লাহর শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কক্সবাজার নিউজ-সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইরের সঞ্চালনায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, ‘সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই আমরা সমাজের সঠিক চিত্র দেখতে পাই, যা অনেক সময় আমাদের চোখে পড়ে না। সংবাদপত্রই সে বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে।’
কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী বলেন, ‘আলোকিত বাংলাদেশ দেশকে আলোকিত করবে –আমরা এমনটাই কামনা করি।’
তিনি কক্সবাজারের সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই নতুন যাত্রার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘কক্সবাজারে আলোকিত বাংলাদেশের একটি অফিস স্থাপন করায় পত্রিকার সম্পাদককে ধন্যবাদ জানাই। অনুরোধ করবো, কক্সবাজারের উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলোকে বিশেষভাবে কাভার করার জন্য।’
এছাড়া কক্সবাজারে আলোকিত বাংলাদেশের জেলা অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সাংবাদিকতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জেলার বিশিষ্ট সাংবাদিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি, সহ-সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক এস এম জাফর, রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি নাসির উদ্দিন, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, এডভোকেট মুহাম্মদ আবু ছিদ্দিক ওসমানি, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, যুগান্তর প্রতিনিধি জসিম উদ্দিন, নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি ইরফান উল হাসান, সকালের সময় প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু, সমকাল প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন,
কক্সবাজার জেলা তাঁতীদলের আহবায়ক ডাক্তার নাছির উদ্দীন চৌধুরী, সদস্য সচিব মোরশেদ আলম, কক্সবাজার চেম্বার অব কমার্সের সদস্য আদনান সাউদ, কক্সবাজার নিউজ-সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, যমুনা টেলিভিশনের এহসান আল-কুতুবী, আজকের প্রত্রিকার জেলা প্রতিনিধি মাইন উদ্দিন শাহেদ, কক্সবাজার বার্তার সম্পাদক ওসমান গণি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক নুপা আলম, বাংলা টিভির প্রতিনিধি আমিনুল হক আমিন, নাগরিক টেলিভিশনের সাইফুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের রহিদুল কবির, দৈনিক আলোকিত বাংলাদেশের উখিয়া প্রতিনিধি সাঈদ মোহাম্মদ আনোয়ার, পেকুয়া প্রতিনিধি আসাদুজ্জামান অপু, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, দৈনিক কক্সবাজারের বেদারুল আলম, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার লোকমান হাকিম, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ, সাংবাদিক সংসদ কক্সবাজার এর সভাপতি এম. আজিজ রাসেল ,খবরের কাগজ এর কক্সবাজার প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, রাইজিংবিডির কক্সবাজার প্রতিনিধি তারেকুর রহমান, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি আব্দুল হালিম, দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি শাহেদ হোছাইন মুবিন, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়দা আরাফাত, দৈনিক বাংলা জেলা প্রতিনিধি আশরাফ বিন ইউসুফ, খবরের কাগজ এর প্রতিনিধি রিদুয়ানুল হক সোহাগ, চ্যানেল ইনানী সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সওদাগর, ব্যবসায়ী ওবাইদুল হক, কক্সবাজার বার্তার রিপোর্টার ইমরান আল মাহমুদ, প্রবাল নিউজ এর সিনিয়র রিপোর্টার তারেক হায়দার, স্টাফ রিপোর্টার সোহেল সিকদার রানা,কক্সবাজার জার্নাল রিপোর্টার তাওহীদুল ইসলাম রাফী, সিসিএন রিপোর্টার রিয়াজ উদ্দিন রিয়াদ, সি নিউজ এর স্টাফ রিপোর্টার মো. লোকমান প্রমুখ।
এছাড়া সাংবাদিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ আলোকিত বাংলাদেশের অফিস প্রধানসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে আলোকিত বাংলাদেশ এর পক্ষ থেকে পত্রিকা বিক্রয় প্রতিনিধি মোস্তফা কামাল ও মোহাম্মদ আলমকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। এর আগে বাদে আছর পত্রিকার কার্যালয়ে খতমে কোরআন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী।
পাঠকের মতামত