কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে চার হাজার ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাব সদস্যরা। রোববার বিকাল ৫টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত হলো, কলাতলী দক্ষিণ আদর্শগ্রাম এলাকার মৃত ছৈয়দ নূরের পূত্র শহিদুল করিম রমিজ (৩৪) ও আদর্শগ্রাম এলাকার মৃত ইমাম হোসেনে পুত্র নূর মোহাম্মদ (৩০)।
র্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমীন জানান, বাসটার্মিনালে মাদক ব্যবসায়ীরা ইয়াবা নিয়ে অবস্থান করার গোপন সংবাদ পেয়ে মেজর মো. রুহুল আমীনের নেতৃত্বে একদল র্যাব অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানা তিনি।