প্রকাশিত: ২৭/০৩/২০২০ ৬:৫১ পিএম

করোনা আতঙ্কে ভারতজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে, সমুদ্রের তীরে পর্যটকদের ভিড় নেই। এই সুযোগ কাজে লাগিয়েছে কচ্ছপ! মানুষের বদলে তারাই ওড়িশার রুশিকুল্যা সমুদ্র পাড় দখল করেছে। উদ্দেশ্যে- ডিম পেড়ে প্রজনন বৃদ্ধি!

এ ব্যাপারে দেশটির বন বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ লাখেরও বেশি অলিভ রিডলেস কচ্ছপ নিরালায় ডিম পাড়তে পৌঁছে গেছে সমুদ্র তীরে। প্রতি বছর মার্চ মাসে এই প্রজাতির কচ্ছপেরা আসে গহিরমাথা এবং রুশিকুল্যা সমুদ্র সৈকতে।
বন বিভাগের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই বছর ৬০ মিলিয়ন ডিম পাড়বে তারা। একই সঙ্গে বন বিভাগেও আরও দাবি, মানুষ ঘরবন্দি হওয়ায় চলতি বছরে কচ্ছপের সংখ্যা সবচেয়ে বেশি।

পাঠকের মতামত

একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চাইলে ঘুরে আসুন পাটুয়ারটেক সমুদ্র সৈকত

ইমতিয়াজ মাহমুদ ইমন দেশের ভ্রমণপিপাসু অনেকের প্রথম পছন্দের জায়গা হল কক্সবাজার সমুদ্রসৈকত। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতের ...