টেকনাফ প্রতিনিধি ::
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউপির হাবিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অজিউল্লাহ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বল্ক ই-২ নম্বর শেডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
আহতরা হলেন- টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা, এসআই সাইফুদ্দিন ও কনস্টেবল খোকন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, হাবিরছড়া এলাকার পাহাড়ে একদল ডাকাত অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজিউল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাকে সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে দুই হাজার ২শ’ ইয়াবা, তিনটি এলজি, একটি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, একটি খালি খোসা, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৩৬ রাউন্ড গুলির খালি খোসা, র্যাবের পাঁচটি শার্ট ও দুইটি প্যান্ট উদ্ধার করা হয়।