কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও নগদ ২৫ লাখ টাকা সহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পালিয়েছে আরো ২ জন।মঙ্গলবার দুপুরে রাজারকুল ইউনিয়নের নারকেল বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।এতে আটক সামিরা বেগম (২৫) ওই এলাকার মোহাম্মদ জয়নালের স্ত্রী। জয়নাল বর্তমানে দুবাই প্রবাসী। এসময় পালিয়েছে একই এলাকার মৃত মোহাম্মদ ইসলামের পুত্র আবদুর রহমান (৩৮) ও তার স্ত্রী নাসরীন (২৫)।
[caption id="attachment_92017" align="alignleft" width="875"] শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা[/caption]
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচে মাটির গর্তে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাওয়া যায় নগদ ২৫ লাখ টাকাও। এব্যাপারে ২ জনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।