সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ৩:৩১ পিএম

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

জানা গেছে, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর নির্দেশনায় শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলামের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হরিদাস নাগ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ক্যাম্প-১৬ এর এ/২ ব্লকের একটি ঘর থেকে এফডিএমএন সদস্য সৈয়দুল আমিন (৩০) কে আটক করা হয়। তবে একই ঘটনায় জড়িত তার শ্যালক সালাম শাহ (২৫) ও শফিউল্লাহ (৩০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযান শেষে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক সৈয়দুল আমিন জানায়, তারা তিনজন মিলে একটি কালো রঙের ট্রাংকে করে ইয়াবার চালান এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। পরে তার দেখানো মতে বসতঘরের ভেতর থেকে ট্রাংকের গোপন চেম্বার হতে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় জব্দকৃত ইয়াবাসহ আটক আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা নং-২৪, তারিখ ০৯/০৯/২০২৫ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পাঠকের মতামত

চকরিয়া থেকে প্রত্যাহারের পর মনজুর কাদের এবার হাটহাজারীর ওসি

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে কক্সবাজারের চকরিয়া থানা ...

উখিয়ায় সংবাদকর্মী আমিনের মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা রহস্য উন্মোচনের দাবি

উখিয়ার তরুণ সংবাদকর্মী নুরুল আমিনের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। প্রথমদিকে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ...

টেকনাফে সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উখিয়ার মুফিজউদ্দোল্লার ইন্তেকাল

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুফিজউদ্দোল্লা প্রকাশ (রাজামিয়া) আর নেই। ...