প্রকাশিত: ২৬/১২/২০১৯ ৫:১৭ পিএম

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হামলায় অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা ইয়ে থেইন বুথিডং অঞ্চলের এনএলডি’র চেয়ারম্যান। খবর রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, ইয়ে থেইনকে চলতি মাসের ১১ ডিসেম্বর আটক করা হয়েছিলো। গত সোমবার তাকেসহ বেশ কয়েকজন বন্দিকে কারাগারে নেওয়ার সময় আরাকান আর্মির হামলা চালায়। এসময় এনএলডি’র ওই শীর্ষ কর্মকর্তাসহ কয়েকজন বন্দি নিহত হন।

এক বিবৃতিতে হামলার দাবি করে আরাকান আর্মি জানিয়েছে, একটি বড়ো বিস্ফোরণে কয়েকজন বন্দি মারা গেছেন। নিহতদের মধ্যে বুথিডং এনএলডি’র চেয়ারম্যান ইয়ে থেইনও রয়েছেন। তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। এই হামলার সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের কোন সম্পর্ক নেই বলেও নিশ্চিত করেছে আরাকান আর্মি।

এনএলডি কর্মকর্তার মৃত্যু সম্পর্কে সেনাবাহিনী কোনও মন্তব্য করেনি। তবে এনএলডি’র মুখপাত্র মায়ো নিন্ট বলেছেন, আরাকান আর্মি এ হামলা চালিয়েছে।

উল্লেখ্য, আরাকান আর্মি বৌদ্ধ ধর্মাবলম্বীদের এমন একটি সংগঠন যারা আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে প্রায় এক দশক লড়াই করে যাচ্ছে। গত বছর মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ শুরু হয় যা এখনও চলছে। এই সংঘর্ষের ফলে এক বছরে রাখাইনে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আরাকান আর্মি আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে করা রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়ার পক্ষে অবস্থান ব্যক্ত করেছে। সুত্র: ইত্তেফাক

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...