প্রকাশিত: ০৬/০৯/২০১৯ ৩:০৩ পিএম , আপডেট: ০৬/০৯/২০১৯ ৩:০৭ পিএম

১৯৯৪ সালের মিস ইন্ডিয়ার থার্ড রানার আপ ‘বারখা মদন’। এর দুবছর পরেই ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ সিনেমা দিয়ে বলিউডে প্রত্যাবর্তন। ২০০৩ সালে রামগোপাল বর্মার ‘ভূত’-সিনেমায় অভিনয় করার পাশাপাশি বিভিন্ন টিভি সিরিজেও কাজ করেছেন তিনি।

১৯৭৪ সালে পাঞ্জাবি এক পরিবারে জন্মগ্রহন করা এই অভিনেত্রী ইংরেজিতে স্নাতক হওয়ার পরেও মডেলিংকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন।

যেখানে বলিউডের গ্ল্যামার জগতে টিকে থাকার তাগিদে নায়িকারা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন, সেখানে নিজের মনকে বসাতে পারছিলেন না বারখা। ক্লাস সিক্সে পড়ার সময় বাবা সেনা কর্মকতা হিসেবে কর্মরত থাকার সুবাদে সিকিম গিয়েছিলেন তিনি। আর সে সময় থেকেই সিকিমের বৌদ্ধমঠ তার মনে ধরে যায়। তাই বলিউডের মতো মঞ্চে থেকেও বার বার মঠে ফিরে যেতে চেয়েছিলেন।

অবশেষে ২০১২ সালে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। অভিনয় ছেড়ে তিনি পাড়ি জমান সন্ন্যাসে। মাথার চুল বিসর্জন দিয়ে কাঠমান্ডুর এক মঠে দীক্ষা নেওয়া শুরু করেন ।

বারখা বিশ্বাস করেন, ‘সন্ন্যাস গ্রহণ মানে সংসার ছেড়ে পালানো নয়। বরং, বৌদ্ধ দর্শনকে উপলব্ধি করে সংসারের মুক্তির জন্য কাজ করা।’ বৌদ্ধ ভিক্ষুণী হয়ে নিজের নাম বদলে রাখেন ‘গ্যালতেন সামতেন’।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...