মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রোহিঙ্গা শরনার্থী শিবিরে কর্মরত বেসরকারি সংস্থা (এনজিও) আদ্রা এবং আল-মারকাজুল এর সমস্ত কার্যক্রম কক্সবাজার জেলায় বন্ধ করে দেয়া হয়েছে। এনজিও ব্যুরো থেকে বুধবার ৪ সেপ্টেম্বর এ আদেশ জারী করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের এনজিও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার (উপসচিব) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদ্রা ও আল-মারকাজুল নামক এনজিও দুটি’র সমস্ত কার্যক্রম কক্সবাজার এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসন বিরোধী তৎপরতায় জড়িত থাকা, গত ২৫ আগস্ট অনুষ্ঠিত রোহিঙ্গা শরনার্থী সমাবেশে আর্থিক সহায়তা, টি-শার্ট সরবরাহ দেয়া সহ আরো কিছু অভিযোগ প্রাথমিকভাবে তদন্তে প্রমানিত হওয়ায় এনজিও ব্যুরো এ আদেশ দিয়েছে। এডিসি (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার (উপসচিব) আরো জানান, এনজিও দু’টির কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজার জেলা থেকে তাদের সব প্রকল্প গুটিয়ে ফেলার জন্য ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।