প্রকাশিত: ১৭/০৮/২০১৯ ৮:১২ পিএম

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্ত করবে না আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, রোম চুক্তির পক্ষ না হওয়ায় মিয়ানমারে নির্যাতনের বিষয়টি তদন্ত করা যাবে না। তবে রোহিঙ্গাদের তাড়িয়ে দেয়ার ঘটনার তদন্ত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার অংশ বাদ দিয়ে তদন্ত হলে তা শক্তিশালী হবে না।

রোম চুক্তির মাধ্যমে যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গঠিত হয়েছে তাতে সই করেনি সুদান। তারপরও দেশটির দারফুরে গণহত্যার বিষয়টি আইসিসিতে পাঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ২০০৫ সালে তদন্ত শুরু হলে সহযোগিতা করতে বাধ্য হয় সুদান।

রোম চুক্তিতে সই করেনি মিয়ানমারও। তবুও রোহিঙ্গাদের ওপর নৃশংসতার বিচারের উদ্যোগ নিয়েছে আইসিসি। কিন্তু এ বিষয়ক কোনো প্রস্তাবই পাঠায়নি নিরাপত্তা পরিষদ।

আইসিসি বলছে, রোম চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত সদস্য রাষ্ট্রের আবেদন নিরাপত্তা পরিষদের প্রস্তাব অথবা আইসিসির প্রসিকিউশন স্বপ্রণোদিত হয়ে যে কোনো অপরাধের বিচারের উদ্যোগ নিতে পারে। যাতে প্রাথমিক অনুসন্ধান শেষে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দেয়াসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে প্রসিকিউশন। তবে সেখানকার নৃশংসতার ঘটনার তদন্ত করবে না তারা।

মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে রোহিঙ্গারা। রোম চুক্তিতে সই করেছে বাংলাদেশ। তাই এ বিষয়ে তদন্ত করা হবে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের পর গ্রেপ্তারে সহযোগিতা চাওয়া হবে।

তবে রাখাইনে যেহেতু মূল অপরাধ সংঘঠিত হয়েছে তাই সেটিকে বাদ দিয়ে তদন্ত শক্তিশালী হবে না। রোহিঙ্গা নির্যাতনের সাথে জড়িতদের বিচারে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তাই এই বিচার করা খুব কঠিন।

নিউজটির ভিডিও প্রতিবেদন-

পাঠকের মতামত

বাংলাদেশি কর্মীদের জন্য ‘সুখবর’ দিল মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ...

ভারতে আশ্রিত আওয়ামী নেতাদের নিয়ে ক্ষোভে ফুঁসছেন মমতা, পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ...

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে আরাকান আর্মি: এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত ...

রয়টার্সের প্রতিবেদনমিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের, বিদ্রোহীদের পক্ষে টানছে ট্রাম্প প্রশাসন

মিয়ানমারের বিরল খনিজ সম্পদের দিকে চোখ পড়েছে যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের বিরল খনিজে চীনের কর্তৃত্ব সরিয়ে নিতে ...

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...