প্রকাশিত: ০৯/০৪/২০১৯ ১২:৫৮ পিএম

ঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরাতে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় পাশে আছে।

সোমবার (৮ এপ্রিল) ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মরগ্যান ওর্তাগুস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বৈঠক হয়েছে। বৈঠকে অর্থনৈতিক, নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ উদীয়মান অংশিদার রাষ্ট্র হিসেবে সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোড় দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গাদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে মাইক পম্পেও বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরাতে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় পাশে আছে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আমন্ত্রণে ড. মোমেন গত ৬ এপ্রিল সেদেশ যান। আগামী ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...