কক্সবাজারের শহরতলীর লিংকরোডের বনফুলের সামনে থেকে সাড়ে ১২ হাজার জাল টাকাসহ জাল নোট চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৪টায় র্যাব-৭ এর এএসপি সৈয়দ মোহসিনুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর সুত্রে জানা যায়, লিংকরোডে জাল টাকার লেনদের খবর পেয়ে অভিযান চালানো হয়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চকরিয়ার খীলছাদক এলাকার আবদুল জলিলের পুত্র মোঃ খালেদ (৩৫), মৃত আবদুল কাদেরের পুত্র মোঃ জসিম উদ্দিন (৪০) ও মৃত মোঃ আকতার আহম্মদের পুত্র সাব্বির আহম্মদ প্রকাশ মোঃ নাছির বাবুর্চি (৫০) আটক করা হয়।
এসময় তাদের দেহ তল্লাশী করে ১২ হাজার ৫শ জাল টাকা পাওয়া যায়। তারা সকলেই জাল টাকা চক্রের সক্রিয় সদস্য। আটকৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলে জানা গেছে।