ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ৫:১৫ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছে। এ

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারির দেওয়ানহাটে এ দুর্ঘটনা ঘটনা।

স্থানীয়রা জানায়, কক্সবাজারগামী ঈগল পরিবহনের সাথে শহরগামী সিএনজি অটোরিকশা সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতরা সাবেক যোগাযোগ মন্ত্রী ড.কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রমের ভাগিনী ও ভাগিনার বউ।

নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫) ও পুত্রবধূ শামিমা আকতার (৪০)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

তারা সিএনজি অটোরিকশায় দোহাজারী থেকে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে ফিরছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার সার্জেন্ট মোহাম্মদ জিয়া বলেন, যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসের ধাক্কায় দুটি সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। ৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৮ জনকে প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...