আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২/১১/২০২৫ ৯:১৬ এএম , আপডেট: ২২/১১/২০২৫ ৯:৩০ এএম

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি চুক্তির কাঠামোতে সম্মত না হলে কিয়েভকে গোয়েন্দা তথ্য ও অস্ত্র সহায়তা কমিয়ে দেওয়া হবে। বিষয়টির সঙ্গে যুক্ত দুই ব্যক্তি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন ইউক্রেনকে ২৮ দফার একটি পরিকল্পনা দিয়েছে। এতে রাশিয়ার প্রধান দাবিগুলোর মধ্যে অতিরিক্ত ভূখণ্ড সমর্পণ, সেনাবাহিনী সংকোচন এবং ন্যাটো থেকে স্থায়ীভাবে বাদ পড়ার শর্ত রয়েছে। সূত্রগুলো বলছে, এত বেশি চাপ যুক্তরাষ্ট্র আগে কোনও আলোচনায় ইউক্রেনের ওপর দেয়নি। আগামী বৃহস্পতিবারের মধ্যেই চুক্তির কাঠামোতে সই চায় যুক্তরাষ্ট্র।

জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করে। ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত ও সেনাবাহিনীর জনসংযোগ প্রধান বৈঠকটিকে সফল হিসেবে বর্ণনা করে বলেন, ওয়াশিংটন চায় দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেনের মধ্যে একটি নথিতে সই হোক।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতারা জানিয়েছেন, ২৮ দফার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। ব্রিটেনের কিয়ার স্টারমার, জার্মানির ফ্রিডরিখ মার্ৎস এবং ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁ যৌথভাবে ফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেন। ইইউ পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাইজা কালাস জানান, ইউরোপের নিজের পরিকল্পনা মাত্র দুই পয়েন্টে সীমাবদ্ধ রাশিয়াকে দুর্বল করা এবং ইউক্রেনকে সমর্থন দেওয়া।

মার্কিন কর্মকর্তারা বলেন, পরিকল্পনাটি তৈরি করা হয়েছে জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী এবং জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনা করে। তাদের দাবি, উমেরভ বেশ কয়েকটি সংশোধনের পর পরিকল্পনার বেশিরভাগ অংশে সম্মত হয়ে তা জেলেনস্কির কাছে উপস্থাপন করেন।

তবে উমেরভ শুক্রবার টেলিগ্রামে লিখেছেন, তিনি কোনও আলোচনা বা অনুমোদন দেননি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সফরে তার ভূমিকা ছিল কেবল বৈঠক আয়োজন ও সংলাপের প্রস্তুতির, মূল্যায়ন বা অনুমোদনের এখতিয়ার তার নেই। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর উমেরভ বলেন, কিয়েভ নিজের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এমন কোনও পরিকল্পনা গ্রহণ করবে না

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...