২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উখিয়া উপজেলার দুটি প্রধান কলেজের ফলাফল এবার হতাশাজনক হয়েছে। উখিয়া কলেজ ও উখিয়া সরকারি মহিলা কলেজ—দুই প্রতিষ্ঠানেই পাশের হার ২৫ শতাংশের নিচে।
উখিয়া কলেজ থেকে মোট ৫৪৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে মাত্র ১১২ জন পাস করেছে, ফেল করেছে ৪৩৭ জন। পাশের হার দাঁড়িয়েছে মাত্র ২০.৪০ শতাংশ।
অন্যদিকে, উখিয়া সরকারি মহিলা কলেজ থেকে অংশ নেয় ৭৭৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৭৬ জন পাস করেছে এবং ৬০২ জন ফেল করেছে। পাশের হার ২২.৭৪ শতাংশ।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা ফলাফলের এই অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট, ক্লাসে উপস্থিতি কম থাকা ও কোচিং নির্ভরতা বৃদ্ধিই এর অন্যতম কারণ।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো ক্লাস নেওয়া ও শিক্ষকদের দায়বদ্ধতা বাড়াতে না পারলে উখিয়ার শিক্ষার মান আরও নিচে নেমে যেতে পারে।