প্রকাশিত: ২৮/১১/২০২০ ৯:২৫ এএম , আপডেট: ২৮/১১/২০২০ ৯:২৬ এএম

এম,এস রানা, উখিয়া ::
উখিয়ার হাটবাজারে গুলোতে শাকসবজ্বি তরিতরকারির দাম স্বাভাবিক না হলেও আকাশ ছোঁয়া মুল্য নৈরাজ্য থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে । গত এক সপ্তাহের তুলনায় বর্তমান বাজারের চিত্র দেখে ত্রেতা সাধারন মনে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। তবে এখনো পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দাম ব্যাপক পার্থক্য লক্ষ করা যাচ্ছে। অভিযোগ উঠেছে বাজার ভিত্তিক সেন্ডিকেট সৃষ্টি করে কিছু অসাধু তরকারি ব্যবসায়ী ক্রেতা সাধারন কে জিম্মি করে তরিতরকারী ও শাক সবজীর অধিক মুল্য আদায় করে নিচ্ছে। বিশেষ করে উপজেলা প্রশাসন কোন প্রকার বাজার মনিটরিং না কারায় অসাধু সেন্ডিকেট কারী ব্যবসায়ীরা বেপরোয়া থেকে আরো বেপরোয়া হয়ে উঠছে। বর্ষার সময় প্রবল বৃষ্টি ও বন্যায় সবজি উৎপাদন কারী বেশ কয়েকটি জেলা পানিতে তলিয়ে গিয়ে হাজার হাজার হেক্টর সবজি চাষ নষ্ট হয়ে যাওয়ার কারনে ব্যাপক শাক সবজির ঘাটতি দেখা দেয়ায় দেশে সব ধরনের সবজিতে আকাশ চ্যুম্বী দাম উঠার কারণে হাট বাজার সমূহে এক প্রকার মুল্য নৈরাজ্য দেখা দেয়, ফলে অনান্য উপজেলার ন্যয উখিয়া উপজেলার হাট বাজার গুলোতে সবজির মুল্যে সাধারণ ক্রেতা দিশাহারা হয়ে পড়ে।

বর্তমানে গ্রাম গন্জে ব্যাপক শীতকালীন শাক সবজি চাষ হচ্ছে এবং তা ইতিমধ্যে বাজারে আসতে শুরু হওয়ায় মুল্য কমতে শুরু করেছে।
গতকাল কোটবাজার কাচাঁ বাজার ঘুরে দেখা যায় মুলা বিক্রি হচ্ছে ৪৫ টাকা,তিত করলা ৬০ টাকা, বেগুন, ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৬০/ ৭০ টাকা, বরবটি ৪০ /৫০ টাকা, দেশি বগ আলু ৬০/ ৭০টাকা, ডেরষ ৬০/৭০ টাকা, টমেটো ১০০ ১১০ টাকা, শশা ৫০ টাকা, লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকা, বাঁধাকপি ৪০/৪৫, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা , ভেড়ষ ৬০ টাকা , গাজর ৮০/৮৯ টাকা , সীম ৬০/৭০ টাকা , ধনেপাতা ১০০ টাকা , কাচামরিচ ৭০/৮০ টাকা , কাঁচা পেঁপে ৩০ টাকা, ললিত আলু ৪০ ও দেশী আলু ৫০ এছাড়াও মুলা শাক বিক্রি হচ্ছে ৪০ টাকা, লাল শাক৫০ টাকা কেজিতে। তাবে ক্রেতা সাধারন কে আশ্বাস্ত করেছেন কোটবাজার সবজি বাজারের সাধারণ সম্পাদক মোঃ হারুন তিনি বলেন চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায বাজারে কিছুটা চড়া দামে সবজি বিক্রি করতে হচ্ছে আগামী দু-এক সপ্তাহের মধ্যে সবজি দাম স্বভাবিক হয়ে আসবে বলে আশা করেন।
এলাকায় চাহিদা মোতাবেক শাক- সবজির চাষ হওয়া সত্তেও বাজারে যাতে গলাকাটা দাম আদায় করতে না পারে তার জন্য । অভিলম্বে বাজার মনিটরিং করে সেন্ডিকেট ভিক্তিক ব্যবসায়ীদের বিরুদ্বে আইন গত ব্যবস্হা গ্রহন করার জন্য স্ংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন সচেতন মহল

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...

টেকনাফে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার “আয়েশা” পেলেন মাথা গোছার নতুন ঠাঁই !

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এ ঘূর্ণিঝড় ‘মোখায়’ ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের কাছে তুলে দিয়েছেন সেমিপাকা ...