প্রকাশিত: ২৯/১১/২০১৭ ৮:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২০ এএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি সেন্টারের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। বাংলাদেশ পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। পার্সপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন জানান, বুধবার পর্যন্ত কুতুপালং ১নং অস্থায়ী ক্যাম্পে পুরুষ-৪৪৫জন, মহিলা-৮৪৯জন, কুতুপালং ২নং অস্থায়ী ক্যাম্পে পুরুষ-পুরুষ-৯০০জন, মহিলা-৮৮২জন, নোয়াপাড়া ক্যাম্পে-পুরুষ-৪৪০জন, মহিলা-৫৫৮জন, থাইংখালী ১নং অস্থায়ী ক্যাম্পে পুুরুষ-১৩৬৯জন, মহিলা-১৮৬৮জন, থাইংখালী ২নং অস্থায়ী ক্যাম্পে পুরুষ-৯০৪জন, মহিলা-৭৮৮জন, বালুখালী ক্যাম্পে পুরুষ-১১০৩জন, মহিলা-১৬৫৩জন এবং শাপলাপুর ক্যাম্পে পুরুষ-৭১জন, মহিলা-৯৪জন মোট-১১৪৭৯জনসহ এপর্যন্ত ৭ লাখ ২ হাজার ১০৭জন রোহিঙ্গা নারী,পুরুষ,শিশুর বায়োমেট্টিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। তিনি এসময় আরো বলেন যতদিন পর্যন্ত মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকবে ততদিন বায়োমেট্টিক নিবন্ধন কার্যক্রম চালু থাকবে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) মোঃ আবুল কালাম জানিয়েছেন মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের মুখে ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার। এ ছাড়া আগের ২ লাখ ৪ হাজার ৬০ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশে অবস্থান করছে।

পাঠকের মতামত

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...