ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৭/২০২৩ ১০:০৯ পিএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকল্পের নাম: ইমারজেন্সি রেসপন্স টু দ্য ফোরসিভলি ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার ইন বাংলাদেশ।

পদের নাম: এম অ্যান্ড ই অফিসার।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি, ইউআরপি অথবা সমাজবিজ্ঞানে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: দেশি বা বিদেশি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। ইমারজেন্সি প্রোগ্রাম বা রোহিঙ্গা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অ্যানালাইসিস সফটওয়্যার কোবো, কম কেয়ার, এসপিএসএস ও এসটিএটিএর কাজ জানা থাকলে ভালো। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

চাকরির ধরন: অস্থায়ী।

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার।

বেতন: ৬০,০০০-৬৫,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। আবেদন করার ভিডিও টিউটোরিয়াল এই লিংকে দেখা যাবে। কারিগরি সহযোগিতায় [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই, ২০২৩।

পাঠকের মতামত

চুক্তিভিত্তিক কর্মী নিচ্ছে ব্র্যাক এনজিও, এইচএসসি পাসে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও। প্রতিষ্ঠানটির ‘ডব্লিউএএসএইচ, এইচসিএমপি’ ...

অ্যাকশনএইডে চাকরির সুযোগ,কর্মস্থল, কক্সবাজার

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি)। প্রতিষ্ঠানটির কমিউনিটি সেন্টার অ্যান্ড ইনফারমেশন ...

ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিচ্ছে কেয়ার বাংলাদেশে , কর্মস্থল (উখিয়া)

আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশে ‘ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ ...