ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১০/২০২৪ ১০:৩০ এএম

টিটিএন::

দুর্গাপূজার ছুটি উপলক্ষে ঢাকা থেকে ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে স্পেশাল ট্রেন। এই ট্রেনটি চলাচল করবে ১৩ অক্টোবর পর্যন্ত।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছে। যেটি ঢাকা থেকে ছেড়ে আসে রাত ১১ টায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন স্পেশাল ট্রেন ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে। দুর্গাপূজার টানা ৪ দিনের সরকারি ছুটিতে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর চারদিন রাত ১১টায় ঢাকা থেকে ছেড়ে বিশেষ ট্রেন পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কক্সবাজার থেকে বেলা ১টা ৪০ মিনিটে ছেড়ে রাত ১০টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে বিশেষ ট্রেনটি।

নিয়মিত আন্তঃনগর ট্রেন “কক্সবাজার এক্সপ্রেস” এবং “পর্যটক এক্সপ্রেস” দুই জোড়া ট্রেন চলাচল করে ঢাকা থেকে। চট্টগ্রাম থেকে কক্সবাজার চলাচল করে স্পেশাল ট্রেন।

পাঠকের মতামত

টেকনাফের কচ্ছপিয়া উপকুল; মালয়েশিয়ায় পাচারের নিরাপদ রুট

টেকনাফের কচ্ছপিয়া উপকুলের বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়ায় মানবপাচারের ঘটনা ঘটছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বঙ্গোপসারের ওই ...

হোটেল-মোটেল থেকে অর্থ সংগ্রহ করে লাইফ গার্ড নিয়োগের নির্দেশ

তহবিল সংকটের কারণে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কার্যক্রম আগামী ...

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...