উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৮/২০২২ ৫:২০ পিএম , আপডেট: ২৭/০৮/২০২২ ৫:২২ পিএম

রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে চার লাখ ১০ হাজার ইয়াবা ও একটি বিদেশি রাইফেল, বিদেশি পিস্তল, এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, ইলিয়াছ, সাহেদ, মো. আয়াছ ওরফে আজিজুল ও সাইফুল ইসলাম। এর মধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি তিন জন বাংলাদেশি।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১৫-এর কক্সবাজার সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।


খায়রুল ইসলাম সরকার বলেন, ‌‘রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন সাধারণ মানুষকে বন্ধক রেখে ও কিস্তিতে ইয়াবা দিতো। সময়মতো টাকা না দিলে বন্ধক রাখা ব্যক্তিকে নির্যাতন ও হত্যা করা হতো। উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইয়াবা পাচার ও বিভিন্ন অপরাধে জড়িত নবী হোসেন গ্রুপ। নবী হোসেনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল বিজিবি। তবে তাকে ধরতে র‌্যাবের গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছিল।’

তিনি বলেন, ‘এরই মধ্যে নবী হোসেন গ্রুপের হাতে নির্যাতিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সর্বশেষ মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে শুক্রবার উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে নবী হোসেন গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চার লাখ ১০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি রাইফেল, বিদেশি পিস্তল, এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে মূলহোতা নবী হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

শিশুর অপুষ্টি রোধ ডব্লিউএফপিকে স্কুল ফিডিং বাড়ানোর আহ্বান

বাংলাদেশে শিশুদের অপুষ্টি সমস্যা মোকাবিলায় ডব্লিউএফপি’র স্কুল ফিডিং কর্মসূচিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র ...

বাঁকখালীতে উচ্ছেদ অভিযান – প্রশাসনকে লক্ষ্য করে হা’ম’লায় পুলিশ সদস্য আহত

কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে প্রশাসনকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ, পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশনা

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের প্রবেশদ্বার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রতিদিন হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক, পর্যটন বাস ...