প্রকাশিত: ০৯/০১/২০২২ ৩:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
উখিয়া উপজেলার হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগ ৩ দিনব্যাপী ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোহিতার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ছয়তারা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ সওদাগর, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়ার বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম সওদাগর ও সাংবাদিক মাহমুদুল হক বাবুল ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজিরপাড়া সীরত কমিটির অর্থ সম্পাদক মনজুর আলম,সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আনিসুল ইসলাম তৈয়ব,বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, শফি সওদাগর, সীরাত কমিটির সমন্বয়ক মনজুর আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিরপাড়া সিরাত কমিটির সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজিরপাড়া সীরত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
মাহফিলে প্রথম দিন আজ (রবিবার) প্রধান আলোচকের আলোচনা পেশ করবেন বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা সাদিকুর রহমান আল -আজহারী।
দ্বিতীয় দিন (সোমবার) প্রধান আলোচকের আলোচনা পেশ করবেন বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।
তৃতীয় দিন (মঙ্গলবার) প্রধান আলোচকের আলোচনা পেশ করবেন বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা তারেক মনোয়ার।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...