প্রকাশিত: ০৬/০৫/২০২২ ৫:৩৭ পিএম

হজের আগে ৩১ মে পর্যন্ত বিদেশিরা ওমরাহ করার সুযোগ পাবেন। শুক্রবার সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশিদের জন্য ওমরাহ পালনের শেষ তারিখ ৩০ শাওয়াল নির্ধারণ করা হয়েছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ওই দিন ৩১ মে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ আবেদনের শেষ তারিখ ১৫ শাওয়াল।’ বিদেশিদের ওমরাহ ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া চলতি বছর হজ পালনের জন্য রেজিস্ট্রেশন ও তা জমা দেওয়ার পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

দুই বছর পর সৌদি আরব হজ করতে ইচ্ছুকদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। গত বছর করোনার কারণে মাত্র ৬০ হাজার বিদেশিকে হজের অনুমতি দেওয়া হয়। এর আগের বছর এই সংখ্যা ছিল মাত্র এক হাজার। চলতি বছর ১০ লাখ মুসলমানকে হজ করার সুযোগ দেবে বলে জানিয়েছে সৌদি আরব।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...