উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১১/২০২৩ ১০:১৭ এএম

গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ ১৩টি প্রকল্প উদ্বোধনের জন্য আগামীকাল শনিবার কক্সবাজারের মাতারবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প উদ্বোধন শেষে ভাষণ দেবেন জনসভায়। সেখানে লাখো মানুষ জড়ো করার প্রস্তুতি আওয়ামী লীগের।

শনিবার সকালেই কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা চান্দেরপাড়া এলাকায় নির্মিত আইকনিক রেল স্টেশনের উদ্বোধন করবেন সরকার প্রধান।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা গেছে, আইকনিক রেললাইন স্টেশন ও রেললাইন ছাড়াও সমাপ্ত হওয়া ১৩টি প্রকল্প উদ্বোধন এবং ৩টি ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ফলক তৈরি করা হয়েছে। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরযোগ্য প্রকল্পগুলোর মোট ব্যয় ৫৩ হাজার ৪৬৭ দশমিক ৬২২৬ কোটি টাকা।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি যেন নতুনরূপে সেজেছে। ইউনিয়নের সব জায়গায় রঙের ছোঁয়া। জনসভাস্থলে প্যান্ডেল আর সামিয়ানার কাজও এগিয়েছে দ্রুত। ২৯ বছর পর শনিবার মাতারবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতেই যত কর্মযজ্ঞ।

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশে চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম করার ইচ্ছে। তবে যোগাযোগব্যবস্থার জন্য কিছুলোক হয়তো আসতে পারবে না। তবে অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎসহ বিভিন্ন প্রকল্প চালু হলে, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এখানে মডার্ন টাউন তৈরি হচ্ছে। গ্যাসের ব্যবস্থা করা হচ্ছে। শিল্প এলাকা তৈরি করা হচ্ছে। এরই মধ্যে জাপানসহ অনেকেই এই অঞ্চলে কারখানা স্থাপনের ইচ্ছে পোষণ করছে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...