উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১০/২০২২ ২:৫৯ পিএম

আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেই নিম্নচাপই বঙ্গোপসাগরে পৌঁছেই শক্তি বাড়াতে শুরু করেছে। আগামী সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ। নিম্নচাপটি আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৫ অক্টোবর) শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোনদিকে হবে, তা এখনও জানা যায়নি।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। অন্ধ্র উপকূল ধরে ঘূর্ণিঝড়টি ধেয়ে আসার সম্ভাবনা থাকায় বাংলাদেশের ওপরেও আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্র প্রদেশসহ একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশও রয়েছে সতর্ক অবস্থানে।

এদিকে, আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার (২২ অক্টোবর) বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বদিকে পৌঁছে যাবে নিম্নচাপটি। এরপরই আগামীকালের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে মঙ্গলবারের মধ্যেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে পৌঁছে যাবে। আর ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

যদিও এখনো পর্যন্ত বাংলাদেশে নিম্নচাপের প্রভাব তেমন পড়েনি। তবে নিম্নচাপের প্রভাবে আগামী দু’দিনের মধ্যে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়াসহ দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, এখনো পর্যন্ত নিম্নচাপের প্রভাব পড়েনি। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে। লঘুচাপের জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...