প্রকাশিত: ৩০/০১/২০১৮ ৬:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২২ এএম

হেলাল উদ্দিন , টেকনাফ :
টেকনাফে হ্নীলা পূর্ব রঙ্গীখালিতে তুচ্ছ ঘটনায় গুলিতে এক শিশু নিহত ও আরেক শিশু মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে । নিহত শিশু দিনমজুর কাদের হোসেনের ছেলে সাদেক হোসেন (৭)। অপর আহত শিশু প্রবাসী বেলালের ছেলে মুজাহিদ (৭) । ঘটনাটি ঘটেছে আজ ৩০ জানুয়ারী বিকেল ৪টার দিকে।
ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় লোকজন সুত্রে জানা গেছে , উপজেলার হ্নীলা পূর্ব রঙ্গিখালী এলাকার বাড়ীর আঙ্গিনার বেড়া ঠেলাঠেলির অভিযোগে আহত মুজাহিদের মা নুর আয়েশা ও প্রতিবেশী ঘাতক কবির আহমদের পুত্র বেলাল উদ্দিনের (৩৫) সাথে বকাবকি ও হাতাহাতি হয়। সে উত্তেজিত হয়ে ঘরের ভেতর থেকে অবৈধ কাটা বন্দুক বের করে নুর আয়েশা বেগমের দিকে ফারার করে । নুর আয়েশা বেগম সরে গেলে গুলি গিয়ে লাগে পার্শবর্তী দিন মজুর কবির হোসেনের পুত্র প্রতিবন্ধি শিশু সাদেক হোসেন ও প্রবাসী বেলাল এবং নুর আয়েশা দম্পত্তির ছেলে মোজাহিদের গায়ে । তাকে স্থানীয়রা আহতদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাদেক মারা । অপরজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে উত্তেজিত জনতা ঘাতক বেলাল উদ্দিকে ধরে ফেলে। টেকনাফ থানার এস আই মাহির খান ঘাতক বেলালকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে ।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...