আন্তর্জাতিক ডেস্ক::
নেপালের পর্যটন ও সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী রবীন্দ্র অধিকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। দেশটির তাপলজং জেলার পতিবারা এলাকায় এই হেলিকপ্টার বিধ্বস্ত ঘটনায় মন্ত্রীর সাথে থাকা আরো পাঁচজন নিহত হয়। স্থানীয় সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রালয়ের সচিব প্রেম কুমার।
মন্ত্রী রবীন্দ্র অধিকারী হেলিকপ্টারে করে তাপলজং এ পতিবারা মন্দির পরিদর্শনে যাচ্ছিলেন।
স্থানীয় পুলিশ জানায়, তারা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিকট শব্দ শুনতে পান। বিধ্বস্ত এলাকায় আগুন ও ধোঁয়া দেখা গেছে।
এ ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী জরুরী মন্ত্রীসভার মিটিং ডেকেছেন।