
আনছার হোসেন::
হঠাৎ কালবৈশাখী ঝড়ে কক্সবাজার জেলাজুড়ে বয়ে গেছে ধুলিঝড়। এখন শুস্ক মৌসুম হওয়ায় দমকা হাওয়া শুরু হওয়ার সাথে সাথেই পুরো এলাকা ধুলিতে অন্ধকারে ঢেকে যায়। ৪০ কিলোমিটার বেগের এই ‘ধুলিঝড়ে’ যেন মনে হচ্ছিল, করোনার এই দুঃসময়ে আরও এক বিপদ যেন কক্সবাজারবাসির উপর নেমে আসলো।
বিকেল সাড়ে ৩টার দিকে এই দমকা হাওয়া শুরু হয়। কিছুক্ষণ পর সেই দমকা হাওয়া বজ্রপাতের সাথে মিশে বৃষ্টি ঝরিয়ে পুরো কক্সবাজার জেলাকে শান্ত ও স্নিগ্ধ করে দেয়।
কক্সবাজার আবহাওয়া দপ্তরের উচ্চ পর্যবেক্ষক আবু মুহসিন জানান, আজ শনিবার কক্সবাজার জেলার কোন কোন স্থানে দমকা হাওয়ার পূর্বাভাস ছিল। এটি ছিল সে রকমই একটি বজ্রসহ দমকা হাওয়া।
তিনি জানান, এই সময়ে সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। তবে সর্বোচ্চ গতির স্থায়িত্ব ছিল ৫ মিনিটের মতো।
প্রত্যক্ষদর্শীদের মতে, যখন পুরো আকাশ অন্ধকারে ঢেকে যায়, তখন মনে হচ্ছিল না জানি আল্লাহ আমাদের উপর নতুন কোন গজব দিলেন। মনে হচ্ছিল, এই বুঝি আকাশ ভেঙ্গে পড়বে।
তবে এই দমকা হাওয়ায় জেলার কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষনিক জানা যায়নি। সুদ্র: কক্সবাজার ভিশন
পাঠকের মতামত