প্রকাশিত: ০৫/০২/২০১৮ ৯:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০২ এএম
হেলাল উদ্দিন, টেকনাফ
টেকনাফে এস.এস.সি পরীক্ষা দিয়ে বাড়ী যাওয়ার  পথে বেপোয়ারা ডাম্বার চাপায় হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ৪ পরীক্ষার্থীসহ ছয় জন আহত হয়েছে।
জানা যায়, ৫ ফেব্রুয়ারী দুপুর দেড়টায় উপজেলা হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে হ্নীলাগামী পরীক্ষার্থী বোঝাই সিএনজি কক্সবাজার-(থ-১১-৩৬৯০) কানজর পাড়া  ষ্টেশনে পৌছলে বিপরীত থেকে বেপোয়ারা গতিতে আসা ডাম্পার সিএনজি ও টমটমকে ঢাক্কা দিলে সিএনজিতে থাকা হ্নীলা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী হ্নীলা উলুচামরী এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার, দরগা পাড়ার নুরুল বশরের মেয়ে মাইমুনা আক্তার, হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার সিরাজ মিয়ার মেয়ে নাছিমা আক্তার, লেদা এলাকার শাসশুল আলমের মেয়ে মাহমুদা আক্তার ও অভিভাবক মোহাম্মদ হোসনসহ সিএনজি ড্রাইভার আহত হয়ে মাটিতে লুটে পড়ে। পার্শ্ববর্তী লোকজন দ্রুত এসে আহতদের উদ্ধার করে হ্নীলা উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসা আহতদের প্রাথমিক চিকিৎসা  দিয়ে গুরুতর ২জনকে টেকনাফ সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে সড়ক দূর্ঘটনায় পরীক্ষার্থী আহত হওয়ায় তাদের চলমান পরীক্ষা নিয়ে আংশকা প্রকাশ করেছেন অভিভাবকরা। অন্যদিকে টেকনাফ-উখিয়া রোডে অদক্ষ ড্রইভার ও নাম্বার বিহীন ডাম্পার ছড়াছড়ি হওয়ায় দিন দিন দূর্ঘটনা বাড়ছে। অচিরে অদক্ষ ড্রাইভার ও নাম্বার বিহীন ডাম্পার চলচল বন্ধ অভিযান চালাতে প্রশাসনে প্রতি জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।

পাঠকের মতামত

অনিশ্চয়তার মুখে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা শিশুর শিক্ষাজীবন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আর্থিক সংকটে প্রায় ৬ হাজার ৪০০ এনজিও-পরিচালিত অনানুষ্ঠানিক স্কুলে ক্লাস নেওয়া বন্ধ ...