প্রকাশিত: ১৯/১২/২০১৭ ৭:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৫ এএম

পর্যটন ডেস্ক:
নতুন বছরে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আকাশপথে ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নিয়েছে। উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে সকল প্রকার ট্যাক্সসহ রিটার্ন ভাড়া ৬ হাজার ৪শ’ ৫৮ টাকার আকর্ষণীয় অফার ঘোষণা করেছে।

এই অফারে আগ্রহী যাত্রীদের আগামী ২২ ডিসেম্বরের মধ্যে টিকিট ক্রয় করতে হবে এবং আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে অবশ্যই ভ্রমণ করতে হবে।

বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/বিকাশ/রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড/রকেটের মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা পাওয়া যাবে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, কেবল বাণিজ্যিক উদ্দেশ্যেই নয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার যাত্রীদের সম্মান ও উন্নত যাত্রীসেবা নিশ্চিতে বদ্ধপরিকর। ভ্রমণপিপাসুদের সুবিধা বিবেচনা করেই কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া কমিয়েছে।

উল্লেখ্য, বিমান এখন সপ্তাহে সাতদিনই কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট পরিচালনা করছে।

পাঠকের মতামত

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...