প্রকাশিত: ১২/০৯/২০১৭ ২:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪০ পিএম

সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমার সেনাবাহিনীর,আইনশৃংখলা বাহিনী ও রাখাইন সম্প্রদায়ের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন,স্বজন হারানোর বেদনা আমারা জানি। মঙ্গলবার বেলা পৌঁনে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জনসভায় তিনি এ কথা বলেন।
এ সময় শেখ হাসিনা বলেন,মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের আশ্রয় দিয়েছি। কারন স্বজন হারানোর বেদনা আমরা জানি। আমরাও একসময় হারিয়ে পাশ^বর্তী দেশে আশ্রয় নিয়েছিলাম। এখন যারা স্বজন হারিয়েছে তাদের ব্যাপারে যতটুকু করা দরকার আমরা করছি। স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাই চেষ্টা করছে তাদের সহাযোগিতা করছে। যতদিন তাদের ফেরত নেওয়া না হয় আমরা সহযোগিতা করেই যাব। আমাদের যা করার আমরা করছি, সাথে সাথে আন্তজার্তিক সম্প্রদায়কে বলবো তারা যেন মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে তারা যেন তাদের নাগরিকদের মিয়ানমারে ফেরত নিয়ে যায়।
প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তাতে কি তাদের বিবেককে নাড়া দেয় না? একজনের ভুলে এভাবে লাখ লাখ মানুষ ঘরহারা হচ্ছে। । তােেদর মা বোনেরা যেভাবে নির্যাযিত হচ্ছে,লক্ষ লক্ষ মানুষ আজকে কষ্ট পাচ্ছে,লক্ষ লক্ষ মানুষ আজকে ঘরবাড়ী হারা, আমরা শান্তি চাই। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।আমরা ১৬ কোটি মানুষের দেশ। সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছি। সেখানে আরও ২/৫/৭ লাখ মানুষকেও খেতে দিতে পারবো।তাদের আশ্রয়ের জন্য এখানে এসেছে তাদের যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...