প্রকাশিত: ১২/০৩/২০২২ ৯:১৭ পিএম

সৌদি আরবে এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শনিবার সৌদি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে এদের অধিকাংশের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে কেউ ইসলামিক স্টেট, কেউ আল-কায়েদা এবং কেউবা হুথি ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছিল। তারা সবাই দেশের গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করেছিল এবং দেশের ভেতরে অবৈধ অস্ত্র আমদানি করেছিল। এছাড়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অপরাধে কয়েক জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ১৩ জন বিচারক এই বিচারকার্য পরিচালনা করেছেন। তিনটি ভিন্ন ধাপে এই বিচার অনুষ্ঠিত হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...