
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরী পাড়া এলাকার যুবক সাকিবুর রহমানের (২৩) মৃত্যু হয়েছেন।
আজ বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের মাহিল শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুর রহমান পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুহুরী পাড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের চতুর্থ ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাকিবের বড় ভাই সাঈদুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সাকিব গত ৬ জুন সৌদি আরব গিয়েছিল এবং সেখানে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিল। আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে গাড়ি চালানোর সময় সাকিব সড়ক দুর্ঘটনার শিকার হয় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ওই সড়ক দুর্ঘটনায় আমার এক মামাতো ভাইও আহত হয়েছেন।
মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মগনামা মহুরীপাড়ার সাকিব নামের এক যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জেনেছি। দ্রুত আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করতে চেষ্টা করব।
সাকিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার নিজ গ্রাম মহুরী পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত