ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৫/২০২৩ ৯:২৯ পিএম

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরব পৌঁছেছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেন, আরব লিগের সম্মেলনে যোগ দিতে আমি সৌদি আরব পৌঁছেছি। সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করব। এছাড়া আরও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করব।

তিনি লিখেন, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ক্রিমিয়ার সব রাজনৈতিক বন্দিদের মুক্ত করা এবং দখলকৃত সব ভূখণ্ড ফেরত পাওয়া। অবৈধভাবে সরিয়ে নেওয়া মানুষদেরও আমরা ফিরিয়ে আনতে চাই। “ইউক্রেনের মুসলিম সম্প্রদায়কে রক্ষা করা তার কাছে অগ্রাধিকার” যোগ করেন তিনি।

ধারণা করা হচ্ছে, সৌদি আরব থেকে জেলেনস্কি জাপান যাবেন। সেখানে তিনি জি-৭ সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন। তবে তার জাপান সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। জানা যায়নি কবে বা কখন তিনি হিরোশিমা পৌঁছাবেন।

পাঠকের মতামত

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...