প্রকাশিত: ০৭/০৫/২০২০ ৭:৫৪ এএম

বিশ্বমহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পবিত্র সৌদি আরবে মারা গেলেন কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুলের জামাল উদ্দিন (৩৫)।

বুধবার (৬ মে) দুপুরে মক্কা কিং আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে করোনা উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

জামাল উদ্দিন চাকমারকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম চৌকিদারের ছেলে, শাকের কোম্পানীর ছোট ভাই।

মক্কা নগরীর মিছফালাহ নামক স্থানে তিনি থাকতেন। সেখানে ব্যবসা করতেন জামাল।

সৌদি আরবের মক্কা থেকে মুঠোফোনে এ খবর নিশ্চিত করেছেন ফরিদুল আলম ফরিদ।

তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছানোর পর তার দাফন প্রক্রিয়া করবে সৌদি সরকার।

পাঠকের মতামত

আরসা হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার ইঙ্গিত আরাকান আর্মিপ্রধানের

বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির ঘাঁটিতে ‘রোহিঙ্গা বিদ্রোহী’রা হামলা করছে বলে অভিযোগ করেছেন সশস্ত্র সংগঠনটির কমান্ডার ...

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...