আক্রান্ত হলে পরস্পরকে রক্ষা করবে সৌদি আরব-পাকিস্তান
কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। দেশ দুইটির কোনো একটির বিরুদ্ধে ...
উখিয়া নিউজ ডেস্ক::
সৌদি আরবের হাফার আল বাতেন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় সড়ক দূর্ঘটনায় একেই পরিবার ৩ জন সহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। দুইজন গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে।
নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনীতে বলে জানা গেছে। তিনি হাফারেল ব্যবসায়ী। গত এক সপ্তাহ আগে দুই সন্তান স্ত্রী ও শাশুড়ি কে নিয়ে সৌদি আরবে আসেন।
গতকাল শুক্রবার ওমরাহ শেষ করে বাফারেল বাতেন যাওয়ার পথে শনিবার ভোর ৫ টায় এই সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়ির ড্রাইভার মাসুদ ঘটনার স্থলে মারা যায়।
নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনী জেলা ও গাড়ির ড্রাইভার মাসুদ এর বাড়ি দিনাজপুর বলে জানিয়েছে হারেল বাতেনের ব্যবসায়ী ইসরাফিল চৌধুরী কিরণ। নিহত চার বাংলাদেশীর লাশ বর্তমানে ওরতায়য়া হাসপাতালের হিমাগারে রয়েছে, আহতরাও একই হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
পাঠকের মতামত