প্রকাশিত: ২০/১২/২০১৮ ৯:৪২ এএম

ডেস্ক রিপোর্ট::
সৌদি আরবের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

২০১৯ অর্থবছরের জন্য সাড়ে ২৯ হাজার কোটি ডলারের (প্রায় ২৫ লাখ কোটি টাকা) বাজেট মঙ্গলবার ঘোষণা করেন তিনি। রাজস্ব ধরা হয়েছে ২৬ হাজার কোটি ডলার। ঘাটতি সাড়ে ৩ হাজার কোটি ডলার।

তেলের দাম কমতে থাকায় টানা ষষ্ঠ বছরের মতো ঘাটতি বাজেট ঘোষণা করল সৌদি আরব। সামাজিক খাতে ব্যয় বাড়িয়ে গত বছরের চেয়ে ৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবারের বাজেট। গত বছরের বাজেট ছিল ২৬ হাজার কোটি ডলার। খবর আরব নিউজ ও আলজাজিরার।

হিজরি ক্যালেন্ডার অনুসারে ১৪৪০-১৪৪১ সালের জন্য এ বাজেট ঘোষিত হয়েছে, যেটি ১১ সেপ্টেম্বর ২০১৮ থেকে কার্যকর হয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘোষিত ভিশন-২০৩০ অনুযায়ী নাগরিকদের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টি করতে চায় রিয়াদ।

কিন্তু বাজেট ঘাটতি কমাতে সরকারের কর বৃদ্ধিসহ অন্যান্য পদক্ষেপের কারণে ভুগছে দেশটির নানা বাণিজ্যিক খাত।

বাজেট ঘোষণাকালে টেলিভিশন ভাষণে সৌদি বাদশাহ বলেন, ‘আমরা অর্থনৈতিক সংস্কার, আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা অর্জন, স্বচ্ছতা বাড়ানো ও প্রাইভেট সেক্টরের উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর।’

গত সেপ্টেম্বরে বাজেটপূর্ব বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছিল, তারা বেকারত্ব বিমোচন ও স্থবির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে ২০১৯ সালে ব্যয় ৭ শতাংশ বাড়াবে। সৌদি আরবে গত গ্রীষ্মে বেকারত্বের হার ছিল ১২ শতাংশ, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

বাজেট ঘাটতি পূরণে রিজার্ভ থেকে শত শত কোটি ডলার উত্তোলন করেছে সৌদি আরব। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার থেকে হাজার হাজার কোটি ডলার ঋণ করেছে দেশটি।

অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারি ঋণের পরিমাণ বর্তমানে জিডিপির ১৯ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২১ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে।

বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং চলতি বছরের শুরুতে চালু হওয়া ৫ শতাংশ ভ্যাট বৃদ্ধির কারণে কঠিন পরিস্থিতিতে পড়েছে দেশটির বাণিজ্যিক খাতগুলো।

দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ভ্যাট থেকে এক হাজার ২০০ কোটি ডলার আয় করেছে।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...